ধর্মান্তরিত

ধর্মান্তরিত বিণ. অন্য ধর্ম গ্রহণ করেছে এমন (কবি মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে মাইকেল নাম নিয়েছিলেন)।

ধর্মহীন

ধর্মহীন বিণ. 1 যার ধর্ম নেই, যে ধর্ম মানে না; অধার্মিক, পাপী।

ধর্মাধিকার

ধর্মাধিকার বি. 1 বিচারে অধিকার; 2 বিচারকের পদ বা কাজ।

ধর্মাধ্যক্ষ

ধর্মাধ্যক্ষ বি. ধর্মসংক্রান্ত বিষয়ের প্রধান সরকারি তত্ত্বাবধায়ক; প্রধান বিচারপতি।