ধর্মসংহিতা

ধর্মসংহিতা বি. মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতির প্রণীত মূল স্মৃতিগ্রন্হ; ধর্মীয় ও সামাজিক অনুশাসনসংবলিত গ্রন্হ।

ধর্মসভা

ধর্মসভা বি. ধর্মের আলোচনা, উন্নতি ও সংরক্ষণের উদ্দেশ্যে স্হাপিত বা আয়োজিত সভা।

ধর্মসাক্ষী

ধর্মসাক্ষী (-ক্ষিন্) বিণ. যাতে বা যার কাজে ধর্মকে সাক্ষী রাখা হয়। ☐ বি. ধর্মের নামে বা ধর্মানুমোদিত নিয়মে প্রতিজ্ঞা করা (ধর্মসাক্ষী করেবলছি)।

ধর্মস্হান

ধর্মস্হান বি. 1 দেবতার স্হান, মন্দির; 2 ধর্মঠাকুরের স্হান।

ধর্মশাসন

ধর্মশাসন বি. ধর্মের বা শাস্ত্রের অনুশাসন, ধর্মের নির্দেশ।