ধুনো

ধুনা1, ধুনো [ dhunā1, dhunō ] বি. শাল গাছের নির্যাস, সর্জরস, ধূপ। [সং. ধুনক]।  

ধুনা

ধুনা1, ধুনো [ dhunā1, dhunō ] বি. শাল গাছের নির্যাস, সর্জরস, ধূপ। [সং. ধুনক]। ধুনা2, ধোনা [ dhunā2, dhōnā ] ক্রি. 1 ধনুকাকৃতি যন্ত্র দিয়ে তুলো পিঁজে পরিষ্কার করা; 2 (গৌণার্থে) ধমক দেওয়া, শায়েস্তা করা (একদিন তাকে ভালো করে ধুনে দেব)। ☐ বি. উক্ত উভয় অর্থে। [প্রাকৃ. √ ধুন < সং. √ ধু (ণিজন্ত) > √ ধুনি-তু. হি. ধুনকনা]।

ধুনুরি

ধুনরি, ধুনুরি [ dhunari, dhunuri ] বি. যে তুলো ধোনে এবং ধোনা তুলো দিয়ে বালিশ, লেপ, তোশক তৈরি করে। [ধুনা2 দ্র]।

ধুনরি

ধুনরি, ধুনুরি [ dhunari, dhunuri ] বি. যে তুলো ধোনে এবং ধোনা তুলো দিয়ে বালিশ, লেপ, তোশক তৈরি করে। [ধুনা2 দ্র]।

ধু ধু

ধু ধু, ধু-ধু [ dhu dhu, dhu-dhu ] অব্য. 1 শূন্যতা, ব্যাপ্তি প্রভৃতি ভাবপ্রকাশ (বিশাল মাঠ ধু ধু করছে); 2 আগুন জ্বলার অব্যক্ত শব্দ, দাউদাউ। [ধ্বন্যা.]।

ধুলা

ধুলা, (কথ্য) ধুলো [ dhulā, (kathya) dhulō ] বি. 1 ধুলি, শুকনো মাটির গুঁড়ো; 2 যেকোনো বস্তুর গুঁড়ো, রেণু (গুঁড়িয়ে ধুলো করা); 3মাটি (ধুলোয় বসা)। [সং. ধূলি]। ধুলো ওড়ানো ক্রি. বি. দ্রুত যাওয়ার ফলে বা ঝাড়ু দিয়ে ধুলো ওড়ানো। ধুলাপড়া বি. মন্ত্রপূত ধুলো। গায়ে ধুলো দেওয়া ক্রি. বি. ঘৃণা প্রকাশ করা; ধিক্কার দেওয়া। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। ধুলোমুঠি ধরলে সোনামুঠি হয় — ভাগ্য সুপ্রসন্ন হলে সামান্য চেষ্টাতেই বিরাট সাফল্য আসে।

ধুয়ো

ধুয়া1, (কথ্য) ধুয়ো [ dhuẏā1, (kathya) dhuẏō ] বি. 1 গানের যে-অংশ দোহারেরা বারবার আবৃত্তি করে; 2 গানের যে-অংশ বারবার আবৃত্ত হয়, ধ্রুবপদ; 3 যে মত বা উক্তি বারবার আবৃত্তি করা হয়; 4 আবদার, ছুতো। [সং. ধ্রুবা]। ধুয়া2 [ dhuẏā2 ] দ্র ধোয়া।

ধুয়া

ধুয়া1, (কথ্য) ধুয়ো [ dhuẏā1, (kathya) dhuẏō ] বি. 1 গানের যে-অংশ দোহারেরা বারবার আবৃত্তি করে; 2 গানের যে-অংশ বারবার আবৃত্ত হয়, ধ্রুবপদ; 3 যে মত বা উক্তি বারবার আবৃত্তি করা হয়; 4 আবদার, ছুতো। [সং. ধ্রুবা]। ধোয়া, ধুয়া2 [ dhōẏā, dhuẏā ] ক্রি. 1 (জল প্রভৃতি দিয়ে) ধৌত করা (জল দিয়ে শাক ধুই); 2 প্রক্ষালন করা (হাত-পা ধোয়া); 3 কাচা, ধোলাই করা (কাপড় ধুয়ে পরো)। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ামোছা হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়া কাপড়)। [প্রাকৃ. ধোঅ + বাং. আ]। ধোয়ানি, ধুয়ানি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়। ধোয়ানি, ধুয়ানো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)।

ধুমধাম

ধুমধাম বি. জাঁকজমক, ঘটা, সমারোহ (ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছে)।

ধীর

ধীর [ dhīra ] বিণ. 1 মন্হর, মৃদু (ধীর গতি); 2 অচঞ্চল, স্হির (ধীর ভাব); 3 শান্ত, নম্র (ধীর স্বভাব); 4 গম্ভীর (ধির কণ্ঠ); 5 ধৈর্যশীল (বিপদে ধীর); 6 বিবেচক, স্হিরবুদ্ধি (ধীর ব্যক্তি)। [সং. ধী + √ রা + অ]। বি. ধীরতা। ধীরগতি বিণ. ধীর গতিসম্পন্ন। ধীরপ্রশান্ত বিণ. (অল.) প্রসিদ্ধ গুণাবলির অধিকারী নায়কবিশেষ। ধীরললিত বিণ. (অল.) নম্রস্বভাব, নিশ্চিন্ত এবং নম্র; স্হির বুদ্ধিসম্পন্ন। ধীরা বিণ. ধীর -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ স্পষ্টভাবে বোঝা যায় না।