ধ্যানগম্য

ধ্যানগম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন।

ধ্যানধারণা

ধ্যানধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ।

ধ্যাননেত্র

ধ্যাননেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)।

ধ্যানভঙ্গ

ধ্যানভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি।

ধ্যানমগ্ন

ধ্যানমগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত।

ধ্যানগম্ভীর

ধ্যানগম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত (‘ধ্যানগম্ভীর এই-যে ভূধর’: রবীন্দ্র)।

ধ্বনিভোট

ধ্বনিভোট বি. সভায় গলার আওয়াজে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত জ্ঞাপন, vote of voice.