থ থোপনা থোপনা [ thōpanā ] বি. ১. বড় গুচ্ছ, থোপা (গোরুর লেজের থোপনা); ২. (অবজ্ঞায়) ভারী চিবুক (থোপনা ধরে নেড়ে দেওয়া)। [বাং. থোপ < সং. স্তূপ]।
থ থুত্কার (থুৎকার) থুত্কার [ thut-kāra ] বি. ১. থুতু ফেলা; ২. থুঃ থুঃ আওয়াজ ৩. (আল.) ধিক্কার দেওয়া। [সং. থুত্ + √ কৃ + অ]।
থ থেকে থেকে [ thēkē ] অব্য. (বিভক্তি বা অনুসর্গ) ১. হইতে (ঘর থেকে, গাছ থেকে, কোথা থেকে); ২. চেয়ে, অপেক্ষা (সবার থেকে বড়)। [বাং. থাকিয়া]।
থ থোড় থোড় [ thōḍ ] বি. ১. কলা গাছের ভিতরের সারাংশ; ২. ধান গাছের শিষ বার হবার অবস্হা; ৩. (ব্যঙ্গে, আঞ্চ.) অকিঞ্চিত্কর কিছু, কিছুই না (সবাই তাদের ভাগ পেল, আমি পেলাম থোড়)। [দেশি]।
থ থোক থোক [ thōka ] বি. ১. মোট, একুন (থোক টাকা, সব টাকা থোকে নেব); ২. দফা, ভাগ (থোকে থোকে টাকা দিয়েছি); ৩. থোকা, গুচ্ছ, রাশি (এক থোক ফুল)। [হি. থোক (=lump) সং. স্তবক]।