থোতা

থোতা – থোঁতা১-এর রূপভেদ।

নাম হওয়া

নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া।

থোপ

থোপ [ thōpa ] বি. গুচ্ছ, ছোট স্তূপ (থোপে থোপে ঘাস রাখা হয়েছে)। [সং. স্তূপ]।

থোড়াই

থোড়াই ক্রি-বিণ. বিণ. একটুও না, মোটেই না (তাকে আমি থোড়াই কেয়ার করি)।

থৈ থৈ

থৈ, থৈ থৈ [ thai, thai thai ] যথাক্রমে থই ও থইথই -এর বানানভেদ।

থৈ

থৈ, থৈ থৈ [ thai, thai thai ] যথাক্রমে থই ও থইথই -এর বানানভেদ।