থ থুড়ি থুড়ি [ thuḍ়i ] অব্য. বি. ১. ভ্রমবশত উচ্চারিত বাক্য প্রত্যাহারসূচক শব্দ (তোমাদের ওই খাঁদুবাবু, থুড়ি রামবাবু, কেমন আছেন?); ২. ছোটদের খেলা সাময়িক বন্ধ রাখার বা স্হগিত রাখার সংকেতবিশেষ (আমি থুড়ি দিয়েছি, এখন ছুঁলে চলবে না)। [দেশি, ধ্বন্যা.]।
থ থাল থালা, (আঞ্চ.) থাল [ thālā, thāla ] বি. (সাধারণত) ধাতুর তৈরি চ্যাপটা ভোজনপাত্রববিশেষ। [সং. স্হাল]।
থ থালা থালা, (আঞ্চ.) থাল [ thālā, thāla ] বি. (সাধারণত) ধাতুর তৈরি চ্যাপটা ভোজনপাত্রববিশেষ। [সং. স্হাল]। থালি বি. ছোট থালা।
থ থাপ্পড় থাপ্পড়, থাপড় [ thāppaḍ, thāpaḍ ] বি. চড়, চপেটাঘাত, চাপড় (মারল গালে এক থাপ্পড়)। [হি. থপ্পড়]। থাপড়া, থাবড়া বি. থাপ্পড়। ☐ ক্রি. চড় মারা। থাপড়ানো, থাবড়ানো ক্রি. চড় মারা। ☐ বি. উক্ত অর্থে।