থপ

থপ [ thapa ] অব্য. ভারী কোমল বস্তু পড়ার, রাখার বা ফেলার শব্দ (থপ করে এক তাল কাদা ফেলল)। [ধ্বন্যা.]। থপ থপ অব্য. ২. ক্রমাগত থপ আওয়াজ; ২. স্হূলদেহ প্রাণীর চলার শব্দ (হাতির থপ থপ করে চলা)। থপ থপে বিণ. থপ থপ শব্দে চলে এমন; স্হূল দেহের ভারে জড়ভাবাপন্ন (এই থপথপে শরীর নিয়ে চলতে পারি না)।

থপ থপ

থপ থপ অব্য. ১. ক্রমাগত থপ আওয়াজ; ২. স্হূলদেহ প্রাণীর চলার শব্দ (হাতির থপ থপ করে চলা)।

থতমত

থতমত [ thata-mata ] অব্য. বি. বিণ. বিহ্বল ভাব, মুখে কথা সরে না এমন ভাব (থতমত ভাব, থতমত খেয়ে যাওয়া, তার তখন থতমত অবস্হা)। [দেশি-তু. সং. স্তম্ভিত]। থতমত খাওয়া ক্রি. বি. ঘাবড়ে যাবার ফলে কী বলবে তা স্হির করতে না পারা।

থতমত খাওয়া

থতমত খাওয়া ক্রি. বি. ঘাবড়ে যাবার ফলে কী বলবে তা স্হির করতে না পারা।

থকা

থকা [ thakā ] ক্রি. (পরিশ্রমের ফলে) ক্লান্ত বা অবসাদগ্রস্ত হওয়া, হাঁপিয়ে যাওয়া (আর হাঁটতে পারছি না, একদম থকে গেছি)। [সং. √ স্হগ্ + বাং. আ-তু. হি. থক্না]। থকিত বিণ. ক্লান্ত হয়ে সহসা থেমে গেছে এমন (‘থকিত পায়ের চলা দ্বিধা হতে’: রবীন্দ্র)।

থকিত

থকিত বিণ. ক্লান্ত হয়ে সহসা থেমে গেছে এমন (‘থকিত পায়ের চলা দ্বিধা হতে’: রবীন্দ্র)।

থকথক

থকথক [ thaka-thaka ] বি. অব্য. ১. কাদার মতো ঈষত্ ঘনত্ব ও ঈষত্ তারল্যসূচক (কাদা থকথক করছে); ২. ক্ষত ইত্যাদির বিস্তৃতির ও সাংঘাতিক হওয়ার ভাবসূচক (ঘা-টা একেবারে থকথক করছে)। থকথকে বিণ. ১. (তরল জিনিস সম্পর্কে) ঘন, গাঢ় (দইটা থকথকে হয়েছে, ঝোলটা থকথকে হয়ে গেছে)।

থকথকে

থকথকে বিণ. ১. (তরল জিনিস সম্পর্কে) ঘন, গাঢ় (দইটা থকথকে হয়েছে, ঝোলটা থকথকে হয়ে গেছে)।

থইথই

থইথই [ thi-thi ] বি. অব্য. ১. জলরাশির ভরপুর ভাবসূচক (জল থইথই করছে); ২. প্রাচুর্যসূচক (লোক থইথই করছে)। [দেশি]।

থই

থই [ thi ] বি. ১. (জলাশয়ের তলদেশে) স্হলভাগ বা ঠাঁই (নদীতে থই পাওয়া); ২. সীমা, কূল (দুঃখের থই পাচ্ছি না); ৩. আশ্রয়। [< সং. স্হল]।