তড়পানি

তড়পানি বি. আস্ফালন; উত্তেজনাজনিত অস্হিরতা; হম্বিতম্বি।

তছু

তছু [ tachu ] সর্ব. (ব্রজ.) তাঁর (‘তছু পায়ে মঝু পরণাম’: গো. দা.)। [সং. তস্য]।

তজবিজ

তজবিজ [ taja-bija ] বি. ১. বিচারবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত, রায়; ২. বিচারবিবেচনা (তজবিজ করে দেখো); ৩. খোঁজখবর (যথেষ্ট তজবিজ না করে কাজ কোরো না); ৪. বন্দোবস্ত, ব্যবস্হা; ৫. কার্যপ্রণালী। [ফা. তজ্বিজ্]।

তট

তট [ taṭa ] বি. ১. তীর, কূল (সমুদ্রতট, নদীতট); ২. স্হল, উঁচু স্হান (কটিতট, ললাটতট); ৩. পর্বতের উপরের সমতলভূমি (গিরিতট)। [সং. √ তট্ + অ]।

ত্র্যহ

ত্র্যহ [ tryaha ] বি. তিন দিনের সমষ্টি। [সং. ত্রি + অহন্]। ত্র্যহস্পর্শ বি. এক দিনে তিন তিথির বা এক তিথিতে তিন দিনের মিলন, সাধারণত অশুভ তিথি বলে বিদিত (‘জন্ম মোদের ত্র্যহস্পর্শে সকল অনাসৃষ্টি’: রবীন্দ্র)।

তড়াগ

তড়াগ [ taḍ়āga ] বি. বড় ও গভীর পুকুর, দীঘি। [সং. তট + √ অগ্ + অ]।

তড়াক

তড়াক [ taḍāka ] বি. হঠাত্ লাফ বা লাফের বেগসূচক ভাব (তড়াক করে বিছানা থেকে লাফ দিল)। [দেশি]।

ত্র্যহস্পর্শ

ত্র্যহস্পর্শ বি. এক দিনে তিন তিথির বা এক তিথিতে তিন দিনের মিলন, সাধারণত অশুভ তিথি বলে বিদিত (‘জন্ম মোদের ত্র্যহস্পর্শে সকল অনাসৃষ্টি’: রবীন্দ্র)।

ত্র্যাস্র

ত্র্যাস্র [ tryāsra ] বিণ. তেকোনা, তিন কোণবিশিষ্ট। [সং. ত্রি + অস্রি (কোণ) সমাসান্ত]।

ত্র্যঙ্গুল

ত্র্যঙ্গুল [ tryaṅgula ] বিণ. তিন আঙুল পরিমিত। [সং. ত্রি + অঙ্গুলি]।