তগর

তগর [ tagara ] বি. টগর ফুল বা তার গাছ। [সং. ত + √ গৃ + অ]।

তখরচ

তখরচ [ takharaca ] বি. নির্দিষ্ট খরচের আনুষঙ্গিক বাজে খরচ। [আ. তয় (ফা. তহ্) + ফা. খর্চ]।

তজ্জনিত

তজ্জনিত [ tajjanita ] বিণ. তা থেকে উত্পন্ন বা প্রসূত (ব্যর্থতা এবং তজ্জনিত মনঃকষ্ট)। [সং. তত্ + জনিত]।

তঙ্কা

তঙ্কা [ taṅkā ] বি. টাকা। [সং. টঙ্ক]।

তঙ্ক

তঙ্ক [ taṅka ] বি. পাথর কাটবার বা ভাঙবার অস্ত্রবিশেষ, ছেনি বা বাটালি। [সং. √ তঙ্ক্ + অ]।

তঞ্চিত

তঞ্চিত [ tañcita ] বিণ. ১. সংকুচিত; ২. ঘনীভূত, জমাট বেঁধেছে এমন; ৩. সংক্ষিপ্ত। [সং. √ তঞ্চ্ + ণিচ্ + ত]।

তজ্জাত

তজ্জাত [ tajjāta ] বিণ. তা থেকে প্রসূত বা উত্পন্ন, তজ্জনিত। [সং. তত্ + জাত]।

তজ্জন্য

তজ্জন্য [ tajjanya ] অব্য. সেই কারণে, সেই হেতু। [সং. তত্ + জন্য]।

তড়কা

তড়কা [ taḍkā ] বি. ১. শিশুদের অঙ্গ-আক্ষেপমূলক রোগবিশেষ, শিশুদের খিঁচুনি রোগবিশেষ; ২. ধনুষ্টংকার রোগ। [তু. হি. তড়কনা]।

তটিনী

তটিনী [ taṭinī ] বি. নদী। [সং. তট + ইন্ + ঈ]।