ত্রিগুণাতীত

ত্রিগুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। ☐ বি. পূর্ণব্রহ্ম।

ত্রিগুণাত্মিকা

ত্রিগুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)।

ত্রিঘাত

ত্রিঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক।

ত্রিজগত

ত্রিজগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্।

ত্রিতন্ত্রী

ত্রিতন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার।

ত্রিতল

ত্রিতল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)।

ত্রিতাপ

ত্রিতাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা।