ত্রিকালদর্শী
ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ।
ত্রিগুণাতীত
ত্রিগুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। ☐ বি. পূর্ণব্রহ্ম।