তড়পানি

তড়পানি বি. আস্ফালন; উত্তেজনাজনিত অস্হিরতা; হম্বিতম্বি।

তছু

তছু [ tachu ] সর্ব. (ব্রজ.) তাঁর (‘তছু পায়ে মঝু পরণাম’: গো. দা.)। [সং. তস্য]।

তজবিজ

তজবিজ [ taja-bija ] বি. ১. বিচারবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত, রায়; ২. বিচারবিবেচনা (তজবিজ করে দেখো); ৩. খোঁজখবর (যথেষ্ট তজবিজ না করে কাজ কোরো না); ৪. বন্দোবস্ত, ব্যবস্হা; ৫. কার্যপ্রণালী। [ফা. তজ্বিজ্]।

তট

তট [ taṭa ] বি. ১. তীর, কূল (সমুদ্রতট, নদীতট); ২. স্হল, উঁচু স্হান (কটিতট, ললাটতট); ৩. পর্বতের উপরের সমতলভূমি (গিরিতট)। [সং. √ তট্ + অ]।

তজ্জনিত

তজ্জনিত [ tajjanita ] বিণ. তা থেকে উত্পন্ন বা প্রসূত (ব্যর্থতা এবং তজ্জনিত মনঃকষ্ট)। [সং. তত্ + জনিত]।

তঙ্কা

তঙ্কা [ taṅkā ] বি. টাকা। [সং. টঙ্ক]।

তঙ্ক

তঙ্ক [ taṅka ] বি. পাথর কাটবার বা ভাঙবার অস্ত্রবিশেষ, ছেনি বা বাটালি। [সং. √ তঙ্ক্ + অ]।

তঞ্চিত

তঞ্চিত [ tañcita ] বিণ. ১. সংকুচিত; ২. ঘনীভূত, জমাট বেঁধেছে এমন; ৩. সংক্ষিপ্ত। [সং. √ তঞ্চ্ + ণিচ্ + ত]।

তজ্জাত

তজ্জাত [ tajjāta ] বিণ. তা থেকে প্রসূত বা উত্পন্ন, তজ্জনিত। [সং. তত্ + জাত]।

তজ্জন্য

তজ্জন্য [ tajjanya ] অব্য. সেই কারণে, সেই হেতু। [সং. তত্ + জন্য]।