ত্রিগুণ

ত্রিগুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা ‘গুণ’। ☐ বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত।

ত্রিগুণা

ত্রিগুণা বি. দুর্গা। ☐ বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে।

ত্রিগুণাতীত

ত্রিগুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। ☐ বি. পূর্ণব্রহ্ম।

ত্রিগুণাত্মিকা

ত্রিগুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)।

ত্রিঘাত

ত্রিঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক।

ত্রিকাল

ত্রিকাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল।

ত্রিকালদর্শী

ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ।

ত্রিকালজ্ঞ

ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ।