টগবগে

টগবগে বিণ. ১. টগবগ করে এমন; তেজি; ২. উদ্যমী; ৩. ফুটন্ত।

টগবগ

টগবগ [ ṭaga-baga ] বি. ১. ফুটন্ত জলের শব্দ; ২. ঘোড়ার দ্রুতগতির শব্দ। [ধ্বন্যা.]। টগবগিয়ে ক্রি-বিণ. ১. টগবগ করতে করতে; ২. (আল.) উত্সাহ-উদ্দীপনার সঙ্গে। টগবগে বিণ. ১. টগবগ করে এমন; তেজি; ২. উদ্যমী; ৩. ফুটন্ত।

টকানো

টকানো ক্রি. অম্ল স্বাদযুক্ত করা, টকিয়ে দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

টট্টরে

টট্টর, টট্টরে [ ṭaṭṭara, ṭaṭṭarē ] যথাক্রমে টরটর ও টরটরে -র কথ্য রূপ।

টট্টর

টট্টর, টট্টরে [ ṭaṭṭara, ṭaṭṭarē ] যথাক্রমে টরটর ও টরটরে -র কথ্য রূপ।

টনিক

টনিক [ ṭanika ] বি. ১. শক্তিবর্ধক ওষুধ; ২. (আল.) যাতে গায়ের বা মনের জোর বাড়ে এমন বস্তু বা প্রভাব (টাকার মতো টনিক আর কী আছে?)। [ইং. tonic]।

টনটনে

টনটনে বিণ. (বিদ্রূপে) গভীর, তীক্ষ্ণ (টনটনে জ্ঞান)।

টনটনানি

টনটনানি বি. টনটন করার অনুভূতি বা ভাব (পায়ের টনটনানি এখনও গেল না)।

টনটন

টনটন [ ṭana-ṭana ] বি. আঁটসাঁট টানটান পরিপূর্ণ বা তীক্ষ্ণ হওয়ার দরুন অস্বস্তি বা বেদনাবোধ (পা টনটন করছে)। [ধ্বন্যা.]। টনটনানি বি. টনটন করার অনুভূতি বা ভাব (পায়ের টনটনানি এখনও গেল না)। টনটনে বিণ. (বিদ্রূপে) গভীর, তীক্ষ্ণ (টনটনে জ্ঞান)।

টনক নড়া

টনক নড়া ক্রি. বি. খেয়াল হওয়া, হুঁশ হওয়া (এতক্ষণে তোমার টনক নড়ল?)।