এসরাজ

এসরাজ, এস্রাজ [ ēsarāja, ēsrāja ] বি. সেতার ও সারেঙ্গির মিশ্রণে তৈরি ছড়ি দিয়ে বাজাতে হয় এমন তারের বাদ্যবিশেষ। [আ. ইস্রার্]।

এসপার-ওসপার

এসপার-ওসপার [ ēsapāra-ōsapāra ] অব্য. বি. যা হয় একটা চরম নিষ্পত্তি; হয় ভালো নয় মন্দ কিছু একটা, হেস্তনেস্ত (আর দেরি ভালো লাগে না, একটা এসপার-ওসপার হয়ে গেলে বাঁচি; এবারে একটা এসপার-ওসপার করে তবে ছাড়ব)। [হি. ইস্পার-উস্পার]।

এষা

এষা১–এষণা-এর অনুরূপ। এষা২ [ ēşā ] বিণ. (স্ত্রী.) ১. বাঞ্ছিতা; ২. স্মরণীয়া; ৩. অনুসন্ধানযোগ্যা।

এষণা

এষণা, এষা১ [ ēşaņā, ēşā ] বি. ১. অন্বেষণ, অনুসন্ধান (গবেষণা); ২. ইচ্ছা, বাসনা (পরহিতৈষণা)। [সং. √ ইষ্ + অন + অ + আ]। এষা২ [ ēşā ] বিণ. (স্ত্রী.) ১. বাঞ্ছিতা; ২. স্মরণীয়া; ৩. অনুসন্ধানযোগ্যা।

এশীয়

এশীয় [ ēśīỷa ] বিণ. এশিয়া মহাদেশসম্বন্ধীয়; এশিয়া মহাদেশের মধ্যে সীমাবদ্ধ। [এশিয়া + ঈয়]।

এশিয়াড

এশিয়াড [ ēśiỷāḍa ] বি. এশিয়া মহাদেশের অন্তর্গত দেশগুলির মধ্যে চার বছর অন্তর অন্তর বিপুল সমারোহে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতাবিশেষ, এশিয়ান গেমস। [ইং. Asiad]।

এসিয়া

এসিয়া–এশিয়া-এর বানানভেদ।

এশিয়াবাসী

এশিয়াবাসী (-সিন্)–বিণ. এশিয়া মহাদেশের অধিবাসী, এশিয়ায় বসবাসকারী।

এশিয়া

এশিয়া, এসিয়া [ ēśiỷā, ēsiỷā ] বি. পৃথিবীর মহাদেশগুলির মধ্যে আয়তনে বৃহত্তমটি। [ইং. Asia]। এশিয়াবাসী (-সিন্)–বিণ. এশিয়া মহাদেশের অধিবাসী, এশিয়ায় বসবাসকারী।