একাদশ বৃহস্পতি

একাদশ বৃহস্পতি 1 (জ্যোতিষ.) জাতকের রাশিচক্রের একাদশ কক্ষে বৃহস্পতি-গ্রহের অবস্হান; 2 (আল.) অত্যন্ত শুভ বা উন্নতির সময়। বুদ্ধিতে বৃহস্পতি অতি বুদ্ধিমান। বৃহস্পতিবারের বারবেলা বি. জ্যোতিষশাস্ত্রমতে বৃহস্পতিবারের যে সময়ে শুভকাজ নিষিদ্ধ।

এফোঁড়-ওফোঁড়

এফোঁড়-ওফোঁড় বিণ. এক দিক থেকে অন্য দিক পর্যন্ত বিদ্ধ (তলোয়ার দিয়ে এফোঁড়-ওফোঁড় করেছে)।

একতিল

তিলমাত্র, তিলার্ধ, তিলার্ধেক, একতিল বি. অতি সামান্য অংশও (তাকে তিলার্ধ বিশ্বাস করি না)। ☐ ক্রি-বিণ. ক্ষণমাত্র; একটুও (সেখানে তিলার্ধ না দাঁড়িয়ে চলে গেল)।

১৪৪ ধারা

১৪৪ ধারা – বাংলাদেশ এবং পাকিস্তান/ভারতের দন্ডবিধির একটি অধ্যায়। এই আইনে ৫জন অথবা এর থেকে বেশি ব্যক্তির একত্রে চলাচল, সমবেশ করা এবং আগ্নেয়াস্ত্র বহন করা নিষিদ্ধ করা হয়েছে। জরুরী অবস্থা বা আসন্ন বিপদে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই আইনের প্রয়োগ করা হয়।

এক হাত নেওয়া

এক হাত নেওয়া ক্রি. বি. অপ্রীতিকর কথা শুনানো; পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়া। [এক দ্র]।

এক ডাকে চেনা

এক ডাকে চেনা ক্রি. বি. খ্যাতির জন্য নাম উচ্চারণমাত্র চিনতে পারা।

এঁচড়

এঁচড়–ছোট কাঁচা কাঁঠাল।

এহেন

এহেন [ ēhēna ] বিণ. এইরকম, এমন (তাঁর কাছ থেকে এহেন ব্যবহার আশা করিনি)। [বাং. এ (এই) + হেন]।

এস্টেট

এস্টেট [ ēsţēţa ] বি. জমিদারি; তালুক; ভূসম্পত্তি (তিনি এই এস্টেটের ম্যানেজার)। [ইং. estate]।

এসেন্স

এসেন্স [ ēsēnsa ] বি. গন্ধসার, সেণ্ট, তরল সুগন্ধদ্রব্য (‘মন্ত্রী বলে এসেন্স দিছি গন্ধ তো নয় মন্দ’: সু. বা.)। [ইং. essence]।