ঊনবিংশতি

ঊনবিংশতি–বিণ. বি. উনিশ সংখ্যা বা তার পূরক।

ঊনচল্লিশ

ঊনচল্লিশ [ ūnacalliśa ] উনচল্লিশ-এর বর্জি. বানান।

ঊনআশি

ঊনআশি [ ūnāśi ] উনআশি-এর বর্জি. বানান।        

ঊননব্বই

ঊননব্বই [ ūnanabbi ] উননব্বই-এর বর্জি. বানান।

ঊনত্রিশ

ঊনত্রিশ [ ūnatriśa ] উনত্রিশ-এর বর্জি. বানান।

ঊরা

ঊরা, উরা–ক্রি. অবতীর্ণ বা আবির্ভূত হওয়া (ঊর তবে, ঊর, দয়াময়ি বিশ্বরমে’: মধু.)। [বাং. √ঊর্‌ (সং. অব + √ত) + আ]

ঊরু

ঊরু, উরু [ ūru-uru ] বি. মানুষের কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত দেহাংশ। [সং. ঊর্ণু + উ]। ঊরুস্তম্ভ, উরুস্তম্ভ–বি. ঊরুতে যে দুষ্টব্রণ বা ফোঁড়া উদ্গত হয়ে ঊরুকে অবশ করে দেয়।

ঊর্জস্বল

ঊর্জস্বল, ঊর্জস্বী [ ūrja-sbala, ūrjasbī ] বিণ. তেজস্বী; বলশালী। [সং. ঊর্জস্ + বল, বিন্]।