উষ্ণাগম

উষ্ণাগম–বি. ১. গ্রীষ্মের আবির্ভাব; ২. গ্রীষ্মকাল।

উষ্ণীষকমল

উষ্ণীষকমল–বি. বৌদ্ধতন্ত্রে বর্ণিত মস্তকস্হিত পদ্ম।

উষ্ণীষ

উষ্ণীষ [ uşņīşa ] বি. পাগড়ি, কিরীট। [সং. উষ্ণ + √ ঈষ্ + অ]। উষ্ণীষকমল–বি. বৌদ্ধতন্ত্রে বর্ণিত মস্তকস্হিত পদ্ম।

উষ্ণা

উষ্ণা [ uşņā ] বিণ. সিদ্ধ। বি. সিদ্ধ চাল। [সং. উষ্ণ; তু. হি. উস্লা]।

উষ্ম

উষ্ম, উষ্মা [ uşma, uşmā ] (ষ্মন্) বি. ১. তাপ; ২. গ্রীষ্মকাল; ৩. প্রখরতা; ৪. ক্রোধ; উত্তেজনা; ৫. তাপমাত্রা, temperature (বি. প.)। [সং. √ ঊষ্ + ম, মন্]। উষ্মবর্ণ–বি. (ব্যাক.) শ্বাসবায়ুর প্রাধান্যযুক্ত চারটি বর্ণ, যথা শ ষ স হ, spriants. উষ্মা প্রকাশ করা–ক্রি. বি. রাগ করা।

উসকা

উসকা [ usakā ] ক্রি. ১. বাড়িয়ে দেওয়া (আগুনটা উসকে দাও); ২. উত্তেজিত করা; ৩. প্ররোচিত করা (তুমি কেন ছেলেটাকে উসকে দিচ্ছ ?); ৪. (ফোঁড়া ইত্যাদির মুখ) খোঁচা দিয়ে ফাটিয়ে দেওয়া। [বাং. √ উসকা]। উসকানো–ক্রি. বি. প্ররোচনা; উত্তেজিত করা। বিণ. প্ররোচিত; উত্তেজিত; বর্ধিত। উসকানি–বি. প্রবর্ধন; উত্তেজনা; প্ররোচনা (তোমার উসকানিতেই ছেলেটা এ কাজ করেছে)।

উসকানো

উসকানো–ক্রি. বি. প্ররোচনা; উত্তেজিত করা। বিণ. প্ররোচিত; উত্তেজিত; বর্ধিত।

উষ্মবর্ণ

উষ্মবর্ণ–বি. (ব্যাক.) শ্বাসবায়ুর প্রাধান্যযুক্ত চারটি বর্ণ, যথা শ ষ স হ, spriants.

উসকোখুসকো

উসকোখুসকো [ usakō-khusakō ] বিণ. শুকনো ও শ্রীহীন; তেলহীন; রুক্ষ ও অবিন্যস্ত (উসকোখুসকো চেহারা, উসকোখুসকো চুল)। [দেশি]।