ঈক্ষিত

ঈক্ষিত–বিণ. দেখা গেছে বা দেখা হয়েছে এমন, দৃষ্ট। বি. ঈক্ষণ।

ঈক্ষণ

ঈক্ষণ [ īkşaņa ] বি.  ১. দৃষ্টি, দেখা; ২. চোখ। [সং. √ঈক্ষ্ + অন]। ঈক্ষিত–বিণ. দেখা গেছে বা দেখা হয়েছে এমন, দৃষ্ট।

ঈ-কার

ঈ-কার–বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ঈ অক্ষর যোগ।

ঈ [ ī ] বাংলা ভাষার চতুর্থ অক্ষর (স্বরবর্ণ)।  n. the fourth vowel of the Bengali alphabet.