ঈহিত

ঈহিত–বিণ.  ১. ঈপ্সিত, বাঞ্ছিত; ২. চেষ্টিত।

ঈহা

ঈহা [ īhā ] বি.  ১. ইচ্ছা;  ২. চেষ্টা (অনীহা)। [সং. √ ঈহ্ + অ + আ]। ঈহিত–বিণ.  ১. ঈপ্সিত, বাঞ্ছিত; ২. চেষ্টিত।

ঈষিকা

ঈষিকা, ঈষীকা [ īşikā, īşīkā ] বি. ১. হাতির চোখের গোলক; ২. তুলি, তুলিকা;  ৩. কাশতৃণ। [সং. √ ঈষ্ + ইক, ঈক + আ]।

ঈষা

ঈষা [ īşā ] বি. ১. লাঙলের দণ্ড;  ২. লাঙলের খাত, সীতা। [সং. √ ঈষ্ + অ + আ]।

ঈষদুষ্ণ

ঈষদুষ্ণ–বিণ. অল্প গরম, সামান্য গরম।

ঈষদুচ্চ

ঈষদুচ্চ–বিণ. সামান্য উঁচু বা চড়া (ঈষদুচ্চ কণ্ঠে বললেন)।

ঈষত্

ঈষত্ [ īşat ] বিণ. কিঞ্চিত্, একটুখানি, অল্প (ঈষদুষ্ণ, ঈষত্ বৃদ্ধি)। [সং. √ ঈষ্ + অত্]। বি. ঈষত্ত্ব। ঈষদুচ্চ–বিণ. সামান্য উঁচু বা চড়া (ঈষদুচ্চ কণ্ঠে বললেন)। ঈষদুষ্ণ–বিণ. অল্প গরম, সামান্য গরম। ঈষদূন–বিণ. একটু কম।