আস্তানা
আস্তানা [ āstānā ] বি. ১. আড্ডা (সাপের আস্তানা); ২. বাসস্হান (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি); ৩. আখড়া, আশ্রম (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি) ৩. আখড়া, আশ্রম (ফকিরের অস্তানা)। [ফা. আস্তানা]। আস্তানা গাড়া–ক্রি. বি. (অস্হায়ী) বাসস্হান স্হাপন করা। আস্তানা গুটানো–ক্রি. বি. আড্ডা তুলে দেওয়া। তু. পাততাড়ি গুটানো।