আস্তৃত

আস্তৃত [ āstŗta ] বিণ. বিস্তৃত, প্রসারিত; আচ্ছাদিত। [সং. আ + √ স্তৃ + ত]।

আস্তীর্ণ

আস্তীর্ণ [ āstīrņa ] বিণ. ১. বিছানো হয়েছে এমন; ২. প্রসারিত, বিস্তীর্ণ; ৩. সমাকীর্ণ, ছাওয়া (কুসুমাস্তীর্ণ)। [সং. আ + √ স্তৃ + ত]।

আস্তিন

আস্তিন [ āstina ] বি. জামার হাতা। [ফা. আস্তীন্]। আস্তিন গুটানো–ক্রি. বি. যেন মারামারি করতে প্রস্তুত এমন ভাব করা।

আস্তীক

আস্তীক [ āstīka ] আস্তিক [ āstika ]-এর বানানভেদ।

আস্তিক

আস্তিক১, আস্তীক [ āstika, āstīka ] বি. মুনিবিশেষ, মনসাদেবীর পুত্র। [সং. অস্তি + ইক, ঈক]। আস্তিক২ [ āstika ] বিণ. ১. ঈশ্বরের আস্তিত্বে বিশ্বাসী; ২. পরলোকে ও বেদাদি শাস্ত্রে বা তার অভ্রান্ততায় বিশ্বাসী। [সং. আস্তি + ক]। বি. আস্তিকতা, আস্তিকত্ব, আস্তিক্য।

আস্তাবল

আস্তাবল [ āstā-bala ] বি. ১. ঘোড়ার আড্ডা, ঘোড়াশাল; ২. ঘোড়া বা হাতির থাকবার জায়গা। [আ. ইন্তবল্]।

আস্তানা

আস্তানা [ āstānā ] বি. ১. আড্ডা (সাপের আস্তানা); ২. বাসস্হান (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি); ৩. আখড়া, আশ্রম (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি) ৩. আখড়া, আশ্রম (ফকিরের অস্তানা)। [ফা. আস্তানা]। আস্তানা গাড়া–ক্রি. বি. (অস্হায়ী) বাসস্হান স্হাপন করা। আস্তানা গুটানো–ক্রি. বি. আড্ডা তুলে দেওয়া। তু. পাততাড়ি গুটানো।