আ আস্হিত আস্হিত [ āshita ] বিণ. ১. আরোহণ করেছে এমন, আরূঢ়; ২. আশ্রিত; ৩. অধিষ্ঠিত; ৪. পরিব্যাপ্ত। [সং. আ + স্হিত]।
আ আস্হা আস্হা [ āshā ] বি. ১. ভরসা (তার উপর আস্হা রেখো); ২. শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি (ধর্মে আস্হা); ৩. বিশ্বাস (হোমিয়োপ্যাথিতে আস্হা নেই)। [সং. আ + √ স্হা + অ]। আস্হাবান (-বত্), আস্হাশীল–বিণ. আস্হা আছে এমন। আস্হাহীন–বিণ. আস্হা বা ভরসা বা বিশ্বাস নেই এমন।
আ আস্তে আস্তে [ āstē ] ক্রি-বিণ. ১. ধীরে (আস্তে হাঁটো); ২. সন্তপর্ণে, লঘু পায়ে (আস্তে এগিয়ে চলো); ৩. মৃদু স্বরে (আস্তে কথা বলো); ৪. নিঃশব্দ। [ফা. আহিস্তা]। আস্তেব্যস্তে–ক্রি-বিণ. ব্যস্তসমস্ত হয়ে ও তাড়াহুড়ো করে।