আস্বাদ [ āsbāda ] বি. স্বাদ, রসানুভূতি; তার (দুধের আস্বাদ)। [সং. আ + √ স্বদ্ + অ]। আস্বাদক–বিণ. স্বাদগ্রহণকারী। আস্বাদন–বি. স্বাদগ্রহণ; পান; ভোজন; উপভোগ। আস্বাদণীয়, আস্বাদ্য–বিণ. আস্বাদযোগ্য। আস্বাদা–ক্রি. (কাব্যে) স্বাদ নেওয়া, আস্বাদন করা। আস্বাদিত–বিণ. স্বাদগ্রহণ করা হয়েছে এমন।