আস্বাদন

আস্বাদন–বি. স্বাদগ্রহণ; পান; ভোজন; উপভোগ।

আস্বাদ

আস্বাদ [ āsbāda ] বি. স্বাদ, রসানুভূতি; তার (দুধের আস্বাদ)। [সং. আ + √ স্বদ্ + অ]। আস্বাদক–বিণ. স্বাদগ্রহণকারী। আস্বাদন–বি. স্বাদগ্রহণ; পান; ভোজন; উপভোগ। আস্বাদণীয়, আস্বাদ্য–বিণ. আস্বাদযোগ্য। আস্বাদা–ক্রি. (কাব্যে) স্বাদ নেওয়া, আস্বাদন করা। আস্বাদিত–বিণ. স্বাদগ্রহণ করা হয়েছে এমন।

আস্ফোট

আস্ফোট, আস্ফোটন [ āsphōţa, āsphōţana ] বি. ১. সংঘর্ষণ, সংঘর্ষ; ২. ঠোকাঠুকির বা আছড়াবার শব্দ (বাহ্বাস্ফোট); ৩. কুস্তিতে তাল ঠোকা। [সং. আ + √ স্ফোটি + অ]।

আস্ফালিত

আস্ফালিত–বিণ. বেগে সঞ্চালিত বা আন্দোলিত।

আস্বচ্ছ

আস্বচ্ছ [ āsbaccha ] বিণ. ঈষত্ স্বচ্ছ, কিছুটা স্বচ্ছ (‘আস্বচ্ছ কপিশ বস্ত্র’: সু. দ.)। [সং. আ + স্বচ্ছ]।

আস্ফালন

আস্ফালন [ āsphālana ] বি. ১. বেগে সঞ্চালন বা আন্দোলিত করা; ২. দম্ভপ্রকাশ (শক্তির আস্ফালন)। [সং. আ + √ স্ফল্ + ণিচ্ + অন]। আস্ফালিত–বিণ. বেগে সঞ্চালিত বা আন্দোলিত।