আলবার্ট

আলবার্ট [ āla-bārţa ] বি. চুলের সামনের দিক ফাঁপিয়ে উচু করার ঢংবিশেষ; চুলের টেড়ি। [< Prince Albert]।

আলবাঁধ

আলবাঁধ [ āla-bān̐dha ] বি. জমির আল; বিভিন্ন খেতের সীমারেখা নির্দিষ্ট করার জন্য যে বাঁধ দেওয়া হয়। [বাং. আল + বাঁধ]।

আরজি

আরজি, আর্জি [ āraji, ārji ] বি. ১. প্রার্থনা; ২. দরখাস্ত, আবেদন, petition. [আ. আরজ্]।

আলবত

আলবত, আলবাত [ āla-bata, āla-bāta ] অব্য. নিশ্চয়, অবশ্যই (আলবাত যাবে)। [আ. আল্বত্তাহ্]।

আরক্ষিক

আরক্ষিক, আরক্ষী (-ক্ষিন্)–বি. ১. পুলিশের কনস্টেবল; ২. প্রহরী।

আরক্ষা

আরক্ষা–বি. ১. আরক্ষণ, রক্ষণ; ২. পুলিশ (স. প.)।

আলপিন

আলপিন [ āla-pina ] বি. কাগজপত্র গাঁথবার জন্য ধাতুর তৈরি সরু ও ছোট কীলকবিশেষ। [পো. alfinete]।

আরক্ষ

আরক্ষ [ ārakşa ] বি. ১. থানা, ঘাঁটি; ২. রক্ষিসৈন্য। বিণ. রক্ষক। [সং. আ + √রক্ষ্ + অ়]। আরক্ষা–বি. ১. আরক্ষণ, রক্ষণ; ২. পুলিশ (স. প.)। আরক্ষিক, আরক্ষী (-ক্ষিন্)–বি. ১. পুলিশের কনস্টেবল; ২. প্রহরী।