আরদালি

আরদালি [ āra-dāli ] বি. অফিস কাছারি ইত্যাদি প্রতিষ্ঠানের বেয়ারা, পরিচারক বা পিয়ন; চাপরাশি। [ইং. orderly]।

আলমগির

আলমগির [ ālama-gira ] বি. ১. জগতের শ্রেষ্ঠ ব্যক্তি; ২. মোগল সম্রাট ঔরঙ্গজেবের উপাধি। [আ. ইলম + ফা. গীর]

আর্তি

আর্তি–আর্‌তি১-র বানানভেদ।

আলম

আলম [ ālama ] বি. পণ্ডিত ব্যক্তি, বিদ্বান লোক। [আ. ইলম্]।

আরতি

আরর্তি১ [ ārti ] বি. পীড়া, যন্ত্রণা, কাতরতা; দুঃখ। আর্তি-র কোমল রূপ। [সং. আ + √ঋ + তি (ভা)]।   আরতি২ [ ārati ] বি. ১. নিবৃত্তি; ২. গভীর আসক্তি, একান্ত অনুরাগ (‘বঁধুর পিরীতি আরতি দেখিয়া’: চণ্ডী)। [সং. আ + √রম্+ তি]। আরতি৩ [ ārati ] বি. প্রদীপাদি দিয়ে দেবমূর্তি বরণ; নীরাজনা। [সং. আরাত্রিক]।

আলবোলা

আলবোলা [ āla-bōlā ] বি. লম্বা নলযুক্ত হুকাবিশেষ, গড়গড়া। [ফা. আল্বলা]।

আরণ্যক

আরণ্যক–বিণ. বন্য। বি. ১. বেদের অন্যতম উপসংহারভাগ; ২. অরণ্যবাসী মৃগয়াজীবী গোষ্ঠী।

আলবাল

আলবাল [ ālabāla ] বি. জল সেচনের জন্য গাছের গোড়ায় মাটির ঘের। [সং. আ + লব + আ + √লা + অ]।

আরণ্য

আরণ্য [ āraņya ] বিণ. ১. বন্য, বনজাত (আরণ্য সম্পদ); ২. বনসম্বন্ধীয় (আরণ্য প্রকৃতি)। [সং. অরণ্য + অ]। আরণ্যক–বিণ. বন্য। বি. ১. বেদের অন্যতম উপসংহারভাগ; ২. অরণ্যবাসী মৃগয়াজীবী গোষ্ঠী।