আরব্ধ

আরব্ধ [ ārabdha ] বিণ. আরম্ভ করা হয়েছে এমন (আরব্ধ কাজ শেষ করা)। [সং. আ + √ রভ্ + ত]।

আলম্বী

আলম্বী (-ম্বিন্)–বিণ. আলম্বনকারী; লম্বমান।

আরব্য

আরব্য–বিণ. আরবদেশীয় (আরব্য উপন্যাস)।

আরবি

আরবি–বিণ. ১. আরব দেশে জাত বা উত্পন্ন; ২. আরবদেশসম্বন্ধীয় (আরবি রীতি)। বি. ১. আরবের অধিবাসী; ২. আরবদের ভাষা।

আলম্বিত

আলম্বিত–বিণ. অবলম্বিত; ধৃত; প্রলম্বিত।

আলম্বন

আলম্বন–বি. অবলম্বন; আশ্রয়; আশ্রয় নেওয়া; (অল.) স্হায়িভাবের সঞ্চারক বিভাববিশেষ।

আরব

আরব১ [ āraba ] বি. ১. আরবদেশ; ২. আরবের অধিবাসী, আরবজাতি। [আ.]। আরবি–বিণ. ১. আরব দেশে জাত বা উত্পন্ন; ২. আরবদেশসম্বন্ধীয় (আরবি রীতি)। বি. ১. আরবের অধিবাসী; ২. আরবদের ভাষা। আরব্য–বিণ. আরবদেশীয় (আরব্য উপন্যাস)। আরব২ [ āraba ] বি. উচ্চ ধ্বনি; গর্জন। [সং. আ + √রু+ অ]।

আরন্ধ

আরন্ধ [ ārandha ] বি. ভাদ্রমাসের সংক্রান্তির অরন্ধন। [সং. অরন্ধন]।

আলম্ব

আলম্ব [ ālamba ] বি. অবলম্বন; আশ্রয় (নিরালম্ব)। [সং. আ + √লম্ব্ + অ]। আলম্বন–বি. অবলম্বন; আশ্রয়; আশ্রয় নেওয়া; (অল.) স্হায়িভাবের সঞ্চারক বিভাববিশেষ। আলম্বিত–বিণ. অবলম্বিত; ধৃত; প্রলম্বিত। আলম্বী (-ম্বিন্)–বিণ. আলম্বনকারী; লম্বমান।

আলমারি

আলমারি [ ālama-māri ] বি. জামাকাপড় ও অন্যান্য (সচ.) দামি ও শৌখিন জিনিসপত্র রাখবার জন্য কপাটযুক্ত আধারবিশেষ। [পো. armario > ইং. almirah]।