আলাংআলাং

আলাংআলাং [ ālā-ṃālā ] বি. ১. আবোলতাবোল; ২. বাগাড়ম্বর বা গালভারী কথা। [দেশি]।

আরম্ভক

আরম্ভক–বিণ. আরম্ভকারী; সূচনাকারী।

আরম্ভ

আরম্ভ [ ārambha ] বি. ১. সূত্রপাত, শুরু (বিবাদের আরম্ভ এভাবেই হয়েছিল); ২. উত্পত্তি (সৃষ্টির আরম্ভ); ৩. উপক্রম, উদ্যোগ; ৪. প্রস্তাবনা। [সং. আ + √রভ্ + অ]। আরম্ভক–বিণ. আরম্ভকারী; সূচনাকারী। আরম্ভিক–বিণ. সূত্রপাতসংক্রান্ত; আরম্ভবিষয়ক; প্রারম্ভিক, গোড়াকার (আরম্ভিক ভাষণ)।

আলা

আলা১ [ ālā ] ওয়ালা১. এর রূপভেদ। আলা২ [ ālā ] বি. আলো বা আলোকিত অবস্হা (‘আলার ভিতরে কালাটি রয়েছে’: চণ্ডী; আলায় আলায় চলে যাই)। বিণ. আলোকিত; উদ্ভাসিত (‘ভুবন হয়েছে আলা’)। [সং. আলোক]। আলা৩ [ ālā ] বিণ. প্রথম, শ্রেষ্ঠ (সদরআলা)। [আ. আলা]।

আলস্য

আলস্য [ ālasya ] বি. ১. অলসতা, কুঁড়েমি; ২. জড়তা; ৩. পরিশ্রমে অনিচ্ছা। [সং. অলস + য]। আলস্যত্যাগ–বি. কুঁড়েমি বা জড়তা দূর করা, দেহের জড়তা দূর করা।

আরমানি

আরমানি [ āra-māni ] বি. আরমিনিয়ার অধিবাসী। বিণ. আরমিনিয়াদেশীয়; আরমিনিয়াসংক্রান্ত (আরমানি গির্জা)। [ইং. Armenia > আরমান + ই]।

আলসে

আলসে১ [ ālasē ] বি. পাকা বাড়ির ছাদের প্রান্ত বা উচু কিনারা, কার্নিশ; আলিসা। [সং. আলি + বাং. সা = আলিসা > আলসে]। আলসে২ [ ālasē ] অলস-এর কথ্য রূপ। আলসেমি, আলসেমো–বি. কুঁড়েমি। 

আরভমাণ

আরভমাণ [ ārabha-māņa ] বিণ. ১. আরম্ভ করা হচ্ছে এমন; ২. আরম্ভ করছে এমন। [সং. আ + √রভ্ + মান (শানচ্)]।

আলয়

আলয় [ ālaỷa ] বি. ১. বাড়ি, গৃহ (দেবালয়, শ্বশুরালয়); ২. বাসস্হান (লোকালয়, মনুষ্যালয়); ৩. আশ্রয় (মঙ্গলালয়); ৪. আধার (হিমালয়)। [সং. আ + √লী + অ]।