আলানো

আলানো [ ālānō ] ক্রি. ১. আলুলায়িত করা, এলোমেলো করা; ২. ধান বা শস্যাদি ছড়িয়ে দেওয়া; ৩. আলগা করা; ৪. খোলা, খুলে দেওয়া (পাঁজি আলানো)। [সং. আকুল > বাং. আউল + আনো]।

আলান

আলান [ ālāna ] বি. ১. যে স্তম্ভে বা খুঁটিতে হাতিকে বাঁধা হয়, হস্তিবন্ধনস্তম্ভ; ২. জীবজন্তু বেঁধে রাখার জন্য খুঁটি বা গোঁজ। [সং. আ + √ লা + অন]।

আলাদীন

আলাদীন–বি. আরব্য উপন্যাসের চরিত্র। আলাদীনের প্রদীপ [ ālādinēra pradīpa ] আশ্চর্য জাদুময় প্রদীপ যা দিয়ে অসাধ্যসাধন করা যায়।

আরশোলা

আরশোলা [ āra-śōlā ] বি. তেলাপোকা, গাঢ় ও চকচকে বাদামি রঙের পতঙ্গবিশেষ। [দেশি]।

আলাদা

আলাদা [ ālādā ] বিণ. ১. ভিন্ন, অন্য বা অন্যরকম (আলাদা বিছানায় শোয়); ২. স্বতন্ত্র, পৃথক (এটাকে আলাদা রাখো) [আ. আলাহিদা]।

আলাত

আলাত [ ālāta ] বিণ. অলাত বা জ্বলন্ত অঙ্গারসম্বন্ধীয়। [সং. অলাত + অ]। বি. জ্বলন্ত অঙ্গার।

আরশি

আরশি [ āraśi ] বি. আয়না, দর্পণ। [প্রাকৃ. আঅরিশ]।

আরশ

আরশ [ āraśa ] বি. সিংহাসন, রাজাসন (‘খোদার আরশ’: নজরূল)। [আ. আর্শ্]।

আরম্ভিক

আরম্ভিক–বিণ. সূত্রপাতসংক্রান্ত; আরম্ভবিষয়ক; প্রারম্ভিক, গোড়াকার (আরম্ভিক ভাষণ)।