আ আলানো আলানো [ ālānō ] ক্রি. ১. আলুলায়িত করা, এলোমেলো করা; ২. ধান বা শস্যাদি ছড়িয়ে দেওয়া; ৩. আলগা করা; ৪. খোলা, খুলে দেওয়া (পাঁজি আলানো)। [সং. আকুল > বাং. আউল + আনো]।
আ আলান আলান [ ālāna ] বি. ১. যে স্তম্ভে বা খুঁটিতে হাতিকে বাঁধা হয়, হস্তিবন্ধনস্তম্ভ; ২. জীবজন্তু বেঁধে রাখার জন্য খুঁটি বা গোঁজ। [সং. আ + √ লা + অন]।
আ আলাদীন আলাদীন–বি. আরব্য উপন্যাসের চরিত্র। আলাদীনের প্রদীপ [ ālādinēra pradīpa ] আশ্চর্য জাদুময় প্রদীপ যা দিয়ে অসাধ্যসাধন করা যায়।
আ আলাদা আলাদা [ ālādā ] বিণ. ১. ভিন্ন, অন্য বা অন্যরকম (আলাদা বিছানায় শোয়); ২. স্বতন্ত্র, পৃথক (এটাকে আলাদা রাখো) [আ. আলাহিদা]।