আশা
আশা১ [ āśā ] আসা-র বানানভেদ। আশা২ [ āśā ] বি. ১. প্রার্থিত বস্তু পাবার সম্ভাবনায় বিশ্বাস (চাকরির আশা); ২. ভরসা (ছেলের উপর আশা); ৩. দিক (পূর্বাশা)। [সং. আ + √ অশ্ + অ + আ]। আশাজনক–আশা জাগায় এমন। আশাতিরিক্ত, আশাতীত–বিণ. যতটা আশা করা যায় বা উচিত তার চেয়ে বেশি (আশাতিরিক্ত সাফল্য)। আশান্বিত–বিণ. আশাযুক্ত, অন্তরে আশা আছে এমন (আপনার কথায় আশান্বিত হচ্ছি)। আশাপতি–বি. দিকপাল। আশাবাদ–বি. আশা পোষণ করার স্বভাব, আশা ত্যাগ না করা। আশাবাদী–বিণ. সবসময় আশা পোষণ করা উচিত এই মতে বিশ্বাসী; শেষ পর্যন্ত সবকিছুই ভালো হবে এই বিশ্বাসে বিশ্বাসী। আশাভরসা–বি. বলভরসা, সহায় ও সম্বল (তোমরাই এখন আমার আশাভরসা)। আশাহত,...
আলাপ
আলাপ [ ālāpa ] বি. ১. কথাবার্তা; ২. সম্ভাষণ; ৩. মার্গ বা উচ্চাঙ্গ সংগীতে প্রারম্ভিক সুরবিস্তার; ৪. (বাং.) জানাশুনা, পরিচয় (দুদিনের আলাপে মানুষ চেনা যায় না)। [সং. আ + √লপ্ + অ]। আলাপচারী–বি. ১. সুরের আলাপ, সুর ভাঁজা; ২. কথাবার্তা, কথোপকথন। বিণ. আলাপযোগ্য। আলাপন–বি. কথোপকথন, কথাবার্তা। আলাপপরিচয়, আলাপসালাপ–বি. পরস্পর কথোপকথন; ঘনিষ্ঠ আলাপ। আলাপিত–বিণ. ১. আলাপ করা হয়েছে এমন; ২. (বাং.) পরিচিত। আলাপী (-পিন্)–বিণ. ১. আলাপপ্রিয়; ২. (বাং.) পরিচিত। বি. পরিচিত ব্যক্তি (উনি আমার এক পুরোনো আলাপী)। স্ত্রী. আলাপিনী।