আ আহৃত আহৃত [ āhŗta ] বিণ. ১. আহরণ করা হয়েছে এমন; ২. সংগৃহীত, সংকলিত; ৩. সঞ্চিত; ৪. আয়োজিত। [সং. আ + √ হৃ + ত]।
আ আহূত আহূত [ āhūta ] বিণ. আমন্ত্রিত, নিমন্ত্রিত; ডাকা বা আহ্বান করা হয়েছে এমন (রবাহূত, অনাহূত)। [সং. আ + √ হ্বে + ত]। আহূতি–বি. আমন্ত্রণ, আহ্বান।
আ আহুত আহুত [ āhuta ] বিণ. (যাতে বা যা) আহুতি দেওয়া হয়েছে এমন। [সং. আ + √ হু + ত]। আহুতি–বি. হোম; হোমের সামগ্রী।