আলাভোলা

আলাভোলা [ ālā-bhōlā ] বিণ. ১. সাদাসিধে, সরল; ২. কোনো দিকে খেয়াল নেই এমন; উদাসীন; ৩. অল্পেই তুষ্ট। সাদাসিধে বা বেখেয়ালি লোক। [হি. বালা ভোলা]।

আশাভরসা

আশাভরসা–বি. বলভরসা, সহায় ও সম্বল (তোমরাই এখন আমার আশাভরসা)।

আশাবাদী

আশাবাদী–বিণ. সবসময় আশা পোষণ করা উচিত এই মতে বিশ্বাসী; শেষ পর্যন্ত সবকিছুই ভালো হবে এই বিশ্বাসে বিশ্বাসী।

আশাবাদ

আশাবাদ–বি. আশা পোষণ করার স্বভাব, আশা ত্যাগ না করা।

আলাপী

আলাপী (-পিন্)–বিণ. ১. আলাপপ্রিয়; ২. (বাং.) পরিচিত। বি. পরিচিত ব্যক্তি (উনি আমার এক পুরোনো আলাপী)। স্ত্রী. আলাপিনী।  

আলাপিত

আলাপিত–বিণ. ১. আলাপ করা হয়েছে এমন; ২. (বাং.) পরিচিত।

আশান্বিত

আশান্বিত–বিণ. আশাযুক্ত, অন্তরে আশা আছে এমন (আপনার কথায় আশান্বিত হচ্ছি)।