আশিস

আশিস [ āśisa ] (-শীঃ, শিস্) বি. আশীর্বাদ; গুরুজনের শুভেচ্ছা প্রকাশ। [সং. আ + শাস্ + ক্বিপ্]।

আলিখিত

আলিখিত [ ālikhita ] বিণ. ১. লিখিত; ২. অঙ্কিত; ৩. চিত্রিত, চিত্রে অঙ্কিত। [সং. আ + লিখিত]।

আশি

আশি [ āśi ] বি. বিণ. ৮. সংখ্যা বা সংখ্যক; অশীতি। [সং. অশীতি]।

আলি

আলি১ [ āli ] বি. ১. সম্ভ্রান্ত মুসলমান পুরুষের পদবিবেশেষ; ২. মোহম্মদের জামাতা ও প্রধান শিষ্য। বিণ. ১. উদার; ২. উন্নত, উচ্চ। [আ. আলী]। আলি২ [ āli ] বি. সখী; সঙ্গিনী। [সং. আ + √অল্ + ই -তু. হি. সহেলী]। আলি৩ [ āli ] বি. ১. জমির বাঁধ, আল, আইল; ২. সারি, শ্রেণী (গীতালি)। [সং. আ + √ অল্ + ই -তু. আবলি]।

আশাবরি

আশাবরি [ āśā-bari ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। [আ. আসারবী]।

আলিহিয়া বিলাবল

আলিহিয়া বিলাবল [ ālihiỷā bilābala ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [হি. অলহিয়া + বিলাবল -তু. বেলাবলী]।

আশান

আশান [ āśāna] আসান-এর বানানভেদ।

আলাম

আলাম [ ālāma ] বি. দণ্ড, ধ্বজ, flagstaff. [< সং. আলম্ব]।

আলাল

আলাল [ ālāla ] বিণ. ধনী। [হি. আলাল (অকর্মণ্য) -তু. হি. লাল]। আলালের ঘরের দুলাল–বড়লোকের ঘরের আদুরে এবং বয়ে-যাওয়া ছেলে।

আশাহত

আশাহত, আশাহীন–বিণ. হতাশ; ভরসাহীন।