আলিম

আলিম [ ālima ] বি. বিদ্বান ব্যক্তি, পণ্ডিত লোক। [অ. ইলম্]।

আশীর্বাদি

আশীর্বাদি–বিণ. আশীর্বাদের সঙ্গে প্রদেয় (আশীর্বাদি ফুল)।  বি. আশীর্বাদসহ প্রদেয় বা প্রদত্ত বস্তু। [আশীর্বাদ + বাং. ই]।

আলিপ্ত

আলিপ্ত [ ālipta ] বিণ. ভালোভাবে বা প্রকৃষ্টভাবে লিপ্ত বা চর্চিত (আলিপ্ত চন্দন)। [সং. আ + লিপ্ত]।

আশীর্বচন

আশীর্বচন, আশীর্বাদ [ āśīrbacana, āśīrbāda ] বি. গুরুজনের দ্বারা মঙ্গল কামনা বা শুভেচ্ছা প্রকাশ। [সং. আশিস্ + বচন, বাদ]। আশীর্বাদক–বি. বিণ. আশীর্বাদকারী। স্ত্রী. আশীর্বাদিকা। আশীর্বাদি–বিণ. আশীর্বাদের সঙ্গে প্রদেয় (আশীর্বাদি ফুল)।  বি. আশীর্বাদসহ প্রদেয় বা প্রদত্ত বস্তু। [আশীর্বাদ + বাং. ই]।

আলিপনা

আলিপনা [ ālipanā ] আলপনা-র অপ্র. রূপভেদ।

আশীবিষ

আশীবিষ–বি. যার দাঁতে বিষ থাকে অর্থাত্ সাপ (আশীবিষের দংশন)।

আলিঙ্গন

আলিঙ্গন [ ālińgana ] বি. কোলাকুলি, বুকে জড়িয়ে ধরা, আশ্লেষ। [সং. আ + √লিনগ্ + অন]। আলিঙ্গিত–বিণ. আলিঙ্গন করা হয়েছে এমন।

আলিঙ্গিত

আলিঙ্গিত–বিণ. আলিঙ্গন করা হয়েছে এমন। বি. আলিঙ্গন।

আশী

আশী [ āśī ] বি. সাপের বিষদাঁত (আশীবিষ)। [সং. আ + √ শাস্ + ক্বিপ্]। আশীবিষ–বি. যার দাঁতে বিষ থাকে অর্থাত্ সাপ (আশীবিষের দংশন)।