আলীঢ়

আলীঢ় [ ālīḍh ] বিণ. ১. লেহন করা বা চাটা হয়েছে এমন; ২. স্বাদ নেওয়া হয়েছে এমন, আস্বাদিত। বি. বাণ নিক্ষেপের সময় বাম হাঁটু মুড়ে ডান পা সামনের দিকে প্রসারিত করে বসার ভঙ্গি। [সং. আ + √লিহ্ + ত]।

আশুগ

আশুগ, আশুগতি, আশুগামী (-মিন্)–বিণ. দ্রুতগামী। স্ত্রী. আশুগামিনী।

আশু

আশু১ [ āśu ] আউস-এর অনুরূপ। আশু২ [ āśu ] অব্য. বিণ. শীঘ্র, ক্ষিপ্র, দ্রুত (আশু প্রতিকার)। ক্রি-বিণ. সত্বর, দ্রুত, অবিলম্বে। [সং. √ অশ্ + উ]। আশুগ, আশুগতি, আশুগামী (-মিন্)–বিণ. দ্রুতগামী। স্ত্রী. আশুগামিনী। আশুতোষ–বি. ১. যে শীঘ্র বা অল্পে তুষ্ট হয়; ২. শিব। আশুপাতী (-তিন্)–বিণ. খুব শীঘ্র পড়ে বা ঝরে যায় এমন।

আলী

আলী [ ali ] আলি-এর বার্জি. বানানভেদ।

আলিসা

আলিসা [ ālisā ] আলসে-র মার্জিত কিন্তু বর্ত. অপ্র. রূপ।

আশীষ

আশীষ [ āśīşa ] আশিস [ āśisa ] -এর রূপভেদ।

আশীর্বাদক

আশীর্বাদক–বি. বিণ. আশীর্বাদকারী। স্ত্রী. আশীর্বাদিকা।

আলিপ্পন

আলিপ্পন, আলিপ্পনা [ ālippana, ālippanā ] বি. আলপনা; আলপনা দেওয়া। [সং. আ + √লিপ্ > লিম্প্ + অন + আ]।