আশুপাতী

আশুপাতী (-তিন্)–বিণ. খুব শীঘ্র পড়ে বা ঝরে যায় এমন।

আশুতোষ

আশুতোষ–বি. ১. যে শীঘ্র বা অল্পে তুষ্ট হয়; ২. শিব।

আলুকাবলি

আলুকাবলি–বি. আলু, মটর প্রভৃতি সিদ্ধ করে মশলা পেঁয়াজ সহযোগে প্রস্তুত নোনতা ও ঝাল খাবার।

আলুথালু

আলুথালু [ ālu-thālu ] বিণ. ১. আলুলায়িত (আলুথালু চুল); ২. অসংবৃত, এলোমেলো (আলুথালু বেশ)। [< সং. আলুলায়িত]।

আলুই

আলুই [ ālui ] বি. কালমেঘের পাতা জোয়ান প্রভৃতি মিশিয়ে প্রস্তুত শিশুদের ওষুধবিশেষ। [দেশি]।

আলু

আলু১ [ ālu ] বি. যে সুপরিচিত কন্দ বা মূল সবজি হিসাবে খাওয়া হয় (গোল আলু, লাল আলু, আলুর দম)। [দেশি]। আলুকাবলি–বি. আলু, মটর প্রভৃতি সিদ্ধ করে মশলা পেঁয়াজ সহযোগে প্রস্তুত নোনতা ও ঝাল খাবার। আলু২ [ ālu ] সংস্কৃত কৃত্প্রত্যয়বিশেষ, আলুচ্ (নিদ্রালু, দয়ালু, তন্দ্রালু)।  

আলীন

আলীন [ ālīna ] বিণ. ১. বিলীন, লুপ্ত, লয়প্রাপ্ত; ২. পরিব্যাপ্ত। [সং. আ + লীন]।