আশ্চর্য [ āścarya ] বিণ. ১. বিস্মিত (তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম); ২. অদ্ভুত, বিস্ময়কর (এ কী আশ্চর্য ব্যাপার)। বি. ১. অদ্ভুত ঘটনা বা ব্যাপার, বিস্ময় (আশ্চর্যের কথা); ২. বিস্ময়ের বিষয় (পৃথিবীর সপ্তম আশ্চর্য)। [সং. আ + √ চর্ + য]। আশ্চর্যান্বিত–বিণ. বিস্মিত, অবাক হয়ে গেছে এমন।