আলুলায়িত

আলুলায়িত [ ālulāỷita ] বিণ. অসম্বন্ধ, এলানো; এলোমেলো (আলুলায়িত কেশ)। [সং. আ + √নুড্ (=লুল্) অ = আলুল + য = √আলুলায় + ত]।

আশ্বস্ত

আশ্বস্ত [ āśbasta ] বিণ. ভরসা পেয়েছে এমন, ভয় বা উদ্বেগ থেকে মুক্তি পেয়েছে এমন (আপনার কথা শুনে আশ্বস্ত হলাম)। [সং. আ + √ শ্বস্ + ত]। বি. আশ্বাস।

আলুদোষ

আলুদোষ, আলুর দোষ [ ālu-dōşa, ālura dōşa ] বি. (আশি.) মেয়েদের প্রতি পুরুষের মাত্রাতিরিক্ত ও অশোভন আসক্তি।

আশ্চর্য

আশ্চর্য [ āścarya ] বিণ. ১. বিস্মিত (তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম); ২. অদ্ভুত, বিস্ময়কর (এ কী আশ্চর্য ব্যাপার)। বি. ১. অদ্ভুত ঘটনা বা ব্যাপার, বিস্ময় (আশ্চর্যের কথা); ২. বিস্ময়ের বিষয় (পৃথিবীর সপ্তম আশ্চর্য)। [সং. আ + √ চর্ + য]। আশ্চর্যান্বিত–বিণ. বিস্মিত, অবাক হয়ে গেছে এমন।

আলুবোখরা

আলুবোখরা [ ālu-bōkharā ] বি. কুলজাতীয় কাবুলি ফলবিশেষ। [তু. আলু + বোখারা]।

আশোয়ার

আশোয়ার [ āśōỷāra ] বি. অশ্বারোহী যোদ্ধা। [তু. সং. অশ্ববার তু. ফা. সওয়ার]।

আলুফা

আলুফা [ āluphā ] বিণ. অনায়াসে কিংবা বিনা ব্যয়ে পাওয়া গেছে এমন। [আ. আলুফ্ফাহ]।

আশৈশব

আশৈশব [ āśaiśaba ] অব্য. ক্রি-বিণ. শিশুকাল থেকে (আশৈশব সংগীতচর্চা করছেন)। [সং. আ + শৈশব]।

আশুপাতী

আশুপাতী (-তিন্)–বিণ. খুব শীঘ্র পড়ে বা ঝরে যায় এমন।