আ আলেখ্য আলেখ্য [ ālēkhya ] বি. ছবি. অঙ্কিত চিত্র (আলেখ্যদর্শন); অঙ্কিত প্রতিমূর্তি। [সং. আ + √লিখ্ + য]।
আ আশ্বিন আশ্বিন [ āśbina ] বি. বাংলা সনের ষষ্ঠ মাস। [সং. অশ্বিনী (নক্ষত্র) + অ]। আশ্বিনে–বিণ. আশ্বিন মাসের বা আশ্বিন মাসে ঘটে এমন (আশ্বিনে ঝড়)।
আ আশ্বাস আশ্বাস [ āśbāsa ] বি. ১. ভরসা, অভয়; ২. প্রবোধ, সান্ত্বনা; ৩. উত্সাহদান (আশ্বাস দেওয়া)। [সং. আ + √ শ্বস্ + অ]। আশ্বাসক–বিণ. বি. আশ্বাসদানকারী। আশ্বাসন–বি. আশ্বাস দেওয়া। আশ্বাসিত–বিণ. আশ্বাস দেওয়া হয়েছে এমন, আশ্বস্ত।