আলো

আলো [ ālō ] বি. ১. আলোক (আলেয়ার আলো, প্রদীপের আলো); ২. প্রদীপ, দীপ (একটা আলো নিয়ে এসো)। [সং. আলোক]। আলো করা–ক্রি-বি. আলোকিত বা উদ্ভাসিত করা; উজ্জ্বল করা, মহিমান্বিত করা (পরিবারের মুখ আলো করেছে)। আলোআঁধারি–বি. ১. আলোক ও অন্ধকারের মিশ্রণ; ২. খানিকটা বোঝা যায় এবং খানিকটা বোঝা যায় না এমন ভাষায় বা ভাবে বর্ণনা বা চিত্রণ। আলোছায়া–বি. আঁকা ছবিতে যুগপত্ আলোক ও অন্ধকারের বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ, chiaroscuro. আলো-আঁধারি। আলোয়আলোয়–ক্রি-বিণ. ১. দিনের আলো থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে); ২. (আল.) সুদিন থাকতে থাকতে।

আলেয়া

আলেয়া [ ālēỷā ] বি. ১. (সাধারণত রাতে) জলাভূমিতে দৃষ্ট জ্বলন্ত গ্যাস যাতে প্রায়ই পথিকের পথভ্রম ঘটে, will-o-the-wisp; ২. (আল.) বিভ্রান্তিকর বস্তু, প্রহেলিকা। আলেয়ার আলো–(আল.) মিথ্যা মায়া।

আশ্রমিক

আশ্রমিক, আশ্রমী–বিণ. বি. চতুরাশ্রমের কোনো একটি আশ্রম পালনকারী; কোনো আশ্রমে বাসকারী।

আলেম

আলেম [ ālēma ] আলিম-এর রূপভেদ।

আশ্রম

আশ্রম [ āśrama ] বি. ১. সংসারত্যাগী সাধু বা তপস্বীদের আবাস, শাস্ত্রচর্চার বা সাধনার স্হান, মঠ; ২. তপোবন (আশ্রমবালক); ৩. শাস্ত্রোক্ত জীবনযাত্রার চতুর্বিধ অবস্হা অর্থাত্ ব্রহ্মচর্য, গার্হস্হ্য, বানপ্রস্হ ও সন্ন্যাস (ব্রহ্মচর্যাশ্রম, চতুরাশ্রম); ৪. আশ্রয়স্হান (অনাথাশ্রম)। [সং. আ + √ শ্রম্ + অ]। আশ্রমধর্ম–বি. আশ্রমবাসীদের কর্তব্য। আশ্রমিক, আশ্রমী–বিণ. বি. চতুরাশ্রমের কোনো একটি আশ্রম পালনকারী; কোনো আশ্রমে বাসকারী।

আলেপ

আলেপ, আলেপন [ ālēpa, ālēpana ] বি. ১. লেপন; ২. প্রলেপ দেওয়া, প্রলেপন; ৩. আলপনা। [সং. আ + √ লিপ্ + অ, অন]।

আশ্বিনে

আশ্বিনে–বিণ. আশ্বিন মাসের বা আশ্বিন মাসে ঘটে এমন (আশ্বিনে ঝড়)।