আলোক
আলোক [ ālōka ] বি. ১. দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; ২. কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। আলোকচিত্র–বি. ফোটোগ্রাফ। আলোকচ্ছটা–বি. আলোকরশ্মি। আলোকপাত–বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। আলোকবর্ষ–বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. আলোকবিজ্ঞান–বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. আলোকলতা–বি. পরগাছাবিশেষ। আলোকশক্তি–বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. আলোকসংকেত–বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. আলোকসজ্জা–বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। আলোকসপ্পাত–বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো...
আশ্রয়
আশ্রয় [ āśraỷa ] বি. ১. অবলম্বন (ভগবানের চরণকে আশ্রয় করেছেন); ২. শরণ, সহায়, রক্ষক (দীনের আশ্রয়); ৩. আধার (সর্বগুণের আশ্রয়); ৪. গৃহ, বাসস্হান (আশ্রয়চ্যুত, নিরাশ্রয়)। [সং. আ + √ শ্রি + অ]। আশ্রয়ণ–বি. অবলম্বন; আশ্রয়গ্রহণ। আশ্রয়ণীয়–বিণ. আশ্রয় নেওয়ার যোগ্য। আশ্রয়দাতা–বি. বিণ. যিনি আশ্রয় দেন। আশ্রয়প্রার্থী–বি. বিণ. আশ্রয় চায় এমন। আশ্রয়হীন–বিণ. আশ্রয় নেই এমন, নিরাশ্রয়। বি. আশ্রয়হীনতা। আশ্রয়ার্থী–বিণ. আশ্রয় চায় এমন; আশ্রয়প্রার্থী। স্ত্রী. আশ্রয়ার্থিনী। আশ্রয়ী–বিণ. আশ্রয় গ্রহণ করে বা করেছে এমন, আশ্রয়প্রাপ্ত। আশ্রিত–বিণ. ১. আশ্রয় পেয়েছে এমন; ২. অনুগত; ৩. অবলম্বন করেছে এমন (সুরাশ্রিত)। স্ত্রী. আশ্রিতা। আশ্রিতবত্সল–বিণ. আশ্রিতের প্রতি স্নেহশীল।