আ আষ্টেপৃষ্ঠে আষ্টেপৃষ্ঠে [ āşţē-pŗşţhē ] ক্রি-বিণ. সারা গায়ে, সর্বাঙ্গে (লোকটাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা হল)। [অষ্টেপৃষ্ঠে দ্র]।
আ আলোকন আলোকন [ ālōkana ] বি. ১. অবলোকন, দর্শন, দেখা। [সং. আ + √ লোক্ + অন]; ২. দেখানো, প্রদর্শন। [সং. আ + √লোক্ + ণিচ্ + অন]। আলোকনীয়–বিণ. দর্শনীয়, দেখার মতো।
আ আষাঢ় আষাঢ় [ āşāḍh ] বি. ১. বাংলা সনের তৃতীয় মাস; ২. (লক্ষ্যার্থে) বর্ষা (‘আসন্ন আষাঢ় ঐ ঘনায় গগনে’)। [সং. আষাঢ়া (নক্ষত্র) + অ]। আষাঢ়ে–বিণ. ১. আষাঢ়মাসে ঘটে এমন (আষাঢ়ে বাদল); ২. অদ্ভুত, মিথ্যা, অলীক (আষাঢ়ে গল্প)।
আ আশ্লেষ আশ্লেষ [ āślēşa ] বি. ১. আলিঙ্গন; ২. মিলন; ৩. সংযুক্ত; ৪. শ্লেষোক্তিপূর্ণ। [সং. আ + √ শ্লিষ্ + ত]।