আসছে

আসছে [ āsachē ] ক্রি. আগমন করছে। বিণ. আগামী (আসছে কাল)। [বাং. আসিতেছে]।

আলোচনীয়

আলোচনীয়, আলোচ্য–বিণ. আলোচনার যোগ্য, আলোচনা করা উচিত বা করতে হবে এমন (আলোচ্য বিষয়)।

আসঙ্গ

আসঙ্গ [ āsańga ] বি. ১. সহবাস, মিলন (আসঙ্গলিপ্সা); ২. ভোগের ইচ্ছা; ৩. অনুরাগ; ৪. অভিনিবেশ। [সং. আ + √ সনজ্ + অ]।

আলোচনাচক্র

আলোচনাচক্র–বি. যে সভায় কোনো একটি বিষয় নিয়ে নানাজনে আলোচনা করে, seminar.

আসক্তি

আসক্তি–বি. ১. অনুরাগ, অনুরক্তি; ২. লিপ্সা; প্রবণতা; ৩. নেশা (পানাসক্তি); ৪. লিপ্ততা, সংলগ্নতা; ৫. ভোগবাসনা (বিষয়াসক্তি)।

আসক্ত

আসক্ত [ āsakta ] বিণ. ১. একান্ত অনুরক্ত বা প্রীত; ২. অতিশয় লিপ্ত; ৩. অতিশয় প্রবণতাযুক্ত, নেশাগ্রস্ত (পানাসক্ত)। [সং. আ + √ সনজ্ + ত]।

আলোচনা

আলোচনা, আলোচন [ ālōcanā, ālōcana ] বি. ১. বিচারবিবেচনা; ২. অনুশীলন, চর্চা। [সং. আ + √লোচ্ + অন + আ]। আলোচক [ ālōcaka ] বিণ. বি. যে আলোচনা করে। আলোচনাচক্র–বি. যে সভায় কোনো একটি বিষয় নিয়ে নানাজনে আলোচনা করে, seminar. আলোচনীয়, আলোচ্য–বিণ. আলোচনার যোগ্য, আলোচনা করা উচিত বা করতে হবে এমন (আলোচ্য বিষয়)। আলোচিত–বিণ. যা নিয়ে আলোচনা হয়েছে; বিচারিত।

আসকে

আসকে [ āsakē ] বি চালের গুড়ো দিয়ে ছাঁচে তৈরি পিঠেবিশেষ। [দেশী]।

আসক

আসক [ āsaka ] বি. (প্রা. বাং.) অনুরাগ, প্রেম (‘পিরীতি আসকে সদাই থাকিব’: চণ্ডী)। [< সং. আসক্তি]।