আলোড়িত

আলোড়িত–বিণ. আলোড়ন করা হয়েছে এমন (সংশয়ে মন আলোড়িত)।

আসনপিঁড়ি

আসনপিঁড়ি–বিণ. পরস্পর বিপরীত হাঁটুর উপর পা তুলে বসা (আসনপিঁড়ি হয়ে বসা)।

আলোড়ক

আলোড়ক–বি. ১. যে আলোড়ন করে; ২. আলোড়নদণ্ড।

আসনগ্রহণ

আসনগ্রহণ–বি. বসা, নির্দিষ্ট আসনে উপবেশন।

আলোড়ন

আলোড়ন [ ālōḍna ] বি. ১. আন্দোলন; প্রবল নাড়াচাড়া; ২. আবর্তন, মন্হন, ঘোটন। [সং. আ + √ লুড্ + অন]। আলোড়ক–বি. ১. যে আলোড়ন করে; ২. আলোড়নদণ্ড। আলোড়িত–বিণ. আলোড়ন করা হয়েছে এমন (সংশয়ে মন আলোড়িত)।

আসন

আসন [ āsana ] বি. ১. বসার স্হান (সিংহাসন, কাষ্ঠাসন); ২. বসার জন্য ছোট গালিচা বা ওইজাতীয় বস্তু; ৩. পীঠ (দেবীর আসন); ৪. যোগসাধনে বসার প্রণালী বা যোগব্যায়ামের প্রণালী (শবাসন, পদ্মাসন); ৫. সম্মানের স্হান, মর্যাদা (বিদ্বানের আসন সর্বত্র, তাঁর আসন সবার হৃদয়ে)। [সং. √ আস্ + অন]। আসনগ্রহণ–বি. বসা, নির্দিষ্ট আসনে উপবেশন। আসনপিঁড়ি–বিণ. পরস্পর বিপরীত হাঁটুর উপর পা তুলে বসা (আসনপিঁড়ি হয়ে বসা)।

আলোচাল

আলোচাল [ ālō-cāla ] বি. আতপ চাল, সূর্যের আলোয় অর্থাত্ রোদে শুকিয়ে যে চাল তৈরি হয়।

আসত্তি

আসত্তি [ āsatti ] বি. ১. মিলন; ২. নৈকট্য; ৩. লাভ; ৪. (ব্যাক.) পরস্পর অন্বিত পদসমূহের সন্নিহিত অবস্হান। [সং. আ + √ সদ্ + তি]।

আলোচিত

আলোচিত–বিণ. যা নিয়ে আলোচনা হয়েছে; বিচারিত।

আসঞ্জন

আসঞ্জন [ āsañjana ] বি. ১. আসক্তি, আসঙ্গ; ২. এঁটে থাকার ভাব, আঠালো ভাব; ৩. সংযোগ। [সং. আ + √ সনজ্ + অন]।