আসবাব

আসবাব [ āsa-bāba ] বি. টেবিল চেয়ার ইত্যাদি গৃহসজ্জার জিনিসপত্র; সরঞ্জাম। [আ. আসবাব্]।

আল্লা

আল্লা, আল্লাহ্ [ āllā, āllāh ] বি. পরমেশ্বর, ভগবান, খোদা। [আ. অল্লাহ্]।

আলোহিত

আলোহিত [ ālōhita ] বিণ. ঈষত্ লাল, রক্তাভ। [সং. আ + লোহিত]।

আলোনা

আলোনা [ ālōnā ] বিণ. লবণাক্ত নয় এমন, লবণহীন (আলোনা জল, আলোনা ঝোল)। [বাং. আ৩ + লোনা]।

আলোল

আলোল [ ālōla ] বিণ. ১. ঈষত্ চঞ্চল; ২. বিলোল, আলোড়িত (আলোল কুন্তল)। [সং. আ + লোল]।

আলোয়ান

আলোয়ান [ ālōỷāna ] বি. গায়ের (সচ.) গরম চাদর; পাড়বিহীন গরম গায়ের চাদর। [আ. আল্ওয়ান্]।

আসন্ন

আসন্ন [ āsanna ] বিণ. ১. প্রায় এসে গেছে এমন (আসন্ন বিপদ, বর্ষা আসন্ন); ২. নিকটবর্তী; ৩. অন্তিম, শেষ (আসন্ন অবস্হা)। [সং. আ + √ সদ্ + ত]। আসন্নকাল–বি. মৃত্যুকাল; বিপত্কাল। আসন্নপ্রসবা–বিণ. (স্ত্রী.) যার প্রসবকাল উপস্হিত। আসন্নমৃত্যু–বিণ. মুমূর্ষু।