আহ্নিক

আহ্নিক [ āhnika ] বি. নিত্য বন্দনা উপাসনা ইত্যাদি, নিত্য সন্ধ্যাদি উপাসনা। বিণ. দৈনিক, প্রাত্যহিক (আহ্নিক গতি)। [সং. অহন্ + ইক]।

আহ্বায়ক

আহ্বায়ক [ āhbāỷaka ] বি. বিণ. আমন্ত্রণকারী; (গৌণার্থে) কোনো সমিতি বা পরিষদের মূল আয়োজক। [সং. আ + √ হ্বে + অক]। স্ত্রী. আহ্বায়িকা।

আহ্বান

আহ্বান [ āhbāna ] বি. ১. আমন্ত্রণ, নিমন্ত্রণ; ২. ডাক, সম্বোধন। [সং. আ + √ হ্বে + অন]।

আহ্লাদী

আহ্লাদী (-দিন্)–বিণ. (স্ত্রী.) ১. আমোদপ্রিয়া; ২. নেকি; ৩. অতিরিক্ত স্নেহ বা আশকারা পেয়েছে এমন। পুং. আহ্লাদে।

আহ্লাদ

আহ্লাদ [ āhlāda ] বি. ১. আনন্দ, হর্ষ (আহ্লাদে আটখানা); ২. মজা; ৩. স্নেহ বা আশকারা (বেশি আহ্লাদ পেলে ছেলে বিগড়ে যাবে, আহ্লাদ পেলে কুকুর মাথায় ওঠে)। [সং. আ + √ হ্লাদ্ + অ]। আহ্লাদন–বি. আহ্লাদ উত্পাদন। আহ্লাদিত–বিণ. আনন্দিত, হৃষ্ট। আহ্লাদী (-দিন্)–বিণ. (স্ত্রী.) ১. আমোদপ্রিয়া; ২. নেকি; ৩. অতিরিক্ত স্নেহ বা আশকারা পেয়েছে এমন। পুং. আহ্লাদে। আহ্লাদে আটখানা–আনন্দে আত্মহারা।

আরারুট

আরারুট–বি. এক প্রকার গুল্মমূল হতে প্রস্তুত পালোবিশেষ।   [ইং. arrowroot]