আটষষ্টি

আটষষ্টি–বি. বিণ. ৬৮ সংখ্যা; ৬৮ সংখ্যক।

আটপ্রহর

আটপ্রহর [ āţaprahara ] বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)।

আটপৌরে

আটপৌরে [ āţapaurē ] বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)।

আটপিঠা

আটপিঠা, আটপিঠে [ āţapiţhē ] বিণ.  ১. আটটি পৃষ্ঠ বা তলযুক্ত;  ২. সবরকমের কাজে দক্ষতা আছে এমন।

আটপর

আটপর, আটপহর–আটপ্রহর-এর কথ্য রূপ।

আটপহর

আটপহর, আটপর–আটপ্রহর-এর কথ্য রূপ।

আটত্রিশ

আটত্রিশ [ āţatriśa ] বি. বিণ. ৩৮ সংখ্যা বা ৩৮ সংখ্যক।

আটচালা

আটচালা [ āţacālā ] বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। 

আটচল্লিশ

আটচল্লিশ [ āţacalliśa ] বি. বিণ. ৪৮ সংখ্যা বা ৪৮ সংখ্যক।