আ আঠারো আঠারো [ āţhārō ] বি. বিণ. ১৮ সংখ্যা; ১৮ সংখ্যক। [সং. অষ্টাদশন্-তু. প্রাকৃ. অট্ঠারহ]। আঠারো মাসে বছর–অতিশয় দীর্ঘসূত্রতা। আঠারোই–বি মাসের ১৮ তারিখ। বিণ. ১৮ তারিখের।
আ আঠাকাটি আঠাকাটি, আঠাকাঠি–বি. পাখি ধরার জন্য আঠা-মাখানো শলা; (আল.) ফাঁদ। আঠালো–বিণ. চট্চটে, আঠাযুক্ত।
আ আঠা আঠা [ āţhā ] বি. ১. গঁদ, কাই, লেই; চট্চটে রস বা রসজাতীয় জিনিস (গাছের আঠা); ২. (আল.) আগ্রহ, উত্সাহ (তোমার দেখেছি কাজে বড়ই আঠা)। আঠাকাটি, আঠাকাঠি–বি. পাখি ধরার জন্য আঠা-মাখানো শলা; (আল.) ফাঁদ। আঠালো–বিণ. চট্চটে, আঠাযুক্ত।
আ আটাশে আটাশে, আঠাশে–বি. ২৮ তারিখ। বিণ. ১. ২৮ তারিখের; ২. গর্ভের অষ্টম মাসে জাত বা ভূমিষ্ঠ; ৩. দুর্বল (‘আটাশে ছেলে’: রা. প্র.)।
আ আটাশ আটাশ, আঠাশ [ āţāśa, āţhāśa ] বি. বিণ. ২৮ সংখ্যা; ২৮ সংখ্যক। [সং. অষ্টাবিংশতি-তু. প্রাকৃ. অট্ঠাইস]। আটাশে, আঠাশে বি. ২৮ তারিখ। বিণ. ১. ২৮ তারিখের; ২. গর্ভের অষ্টম মাসে জাত বা ভূমিষ্ঠ; ৩. দুর্বল (‘আটাশে ছেলে’: রা. প্র.)।
আ আটান্ন আটান্ন [ āţānna ] বি. বিণ. ৫৮ সংখ্যা; ৫৮ সংখ্যক। [সং. অষ্টপঞ্চাশত্, অষ্টাপঞ্চাশত্-তু. প্রাকৃ. অট্ঠাবণ্ণ]।