আড়কাঠি

আড়কাঠি, আড়কাটি [ āḍ-kāţhi, āḍ-kāţi ] বি. ১. খনি কারখানা প্রভৃতির জন্য মজুর সংগ্রহকারী, recruiter; ২. তাঁতের মাকু; ৩. নদীর চড়া প্রভৃতি সম্বন্ধে সতর্ক করার জন্য পুঁতে রাখা দণ্ড বা লাঠি; ৪. কর্ণধার; ৫. বন্দরের কাছে জাহাজের পথপ্রদর্শক। [দেশি]।

আড়বাঁশি

আড়বাঁশি–বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়।

আড়মোড়া

আড়মোড়া–বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা।

আড়চোখ

আড়চোখ [ āḍcōkha ], আড়নয়ন–বি. কটাক্ষ, চোরা-চাহনি।

আড়ঘোমটা

আড়ঘোমটা–বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন।

আড়খেমটা

আড়খেমটা–বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ।

আড়কোলা

আড়কোলা [ āḍkōlā ] বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত।