আড়ত

আড়ত [ āḍta ] বি. গোলা, কেনা-বেচার কেন্দ্র, depot (কয়লার আড়ত)। [তু. হি. আঢত্]। আড়তদার–বি. যে ব্যক্তি অপরের মাল নিজের গোলায় রাখে এবং দালালি নিয়ে বিক্রয়ের ব্যবস্হা করে। আড়তদারি–বি. আড়তদারের কাজ বা পেশা। বিণ. আড়তদারসংক্রান্ত বা আড়তদারের পেশাসংক্রান্ত।

আড়তদার

আড়তদার–বি. যে ব্যক্তি অপরের মাল নিজের গোলায় রাখে এবং দালালি নিয়ে বিক্রয়ের ব্যবস্হা করে।

আড়

আড়১ [ āḍ ] বি. ট্যাংরাজাতীয় বড় মাছ বিশেষ। [দেশি]। আড়২ [ āḍ ] বি. আড়াল (‘তেপান্তরে পাহাড়ের আড়ে দেখেছি সূর্যের যাত্রা’: বিষ্ণু)। [সং. অন্তরাল; হি. আড়]। আড়৩ [ āḍ ] বিণ. অপর; বিপরীত (আড়পার)। [সং. তু. হি. আর]। আড়৪ [ āḍ ] বি. ১. প্রস্হ, পার্শ্ব (তক্তাটি লম্বায় ছফুট আর আড়ে এক ফুট); ২. কাপড়জামা রাখবার বা পাখির বসবার দণ্ড। [দেশি]। আড়৫ [ āḍ. ] বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা–ক্রি. বি. ১. সোজা করা; ২. (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া–ক্রি....

আতাম্র

আতাম্র [ ātāmra ] বিণ. ঈষত্ তাম্রবর্ণ, তামাটে; লোহিতাভ। [বাং. আ + তাম্র]। 

আড়গড়া

আড়গড়া [ āḍ-gaḍā ] বি. ১. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা; ২. অশ্বপালনের প্রতিষ্ঠান বা কেন্দ্র। [হি. অড়্গড়া]।

আতান্তর

আতান্তর [ ātāntara ] বি. দুরবস্হা; সংকট। [সং. অবস্হান্তর > অথান্তর]।

আড়কাঠ

আড়কাঠ [ āḍ-kāţha ] বি. কড়িকাঠ। [দেশি]।