আড়
আড়১ [ āḍ ] বি. ট্যাংরাজাতীয় বড় মাছ বিশেষ। [দেশি]। আড়২ [ āḍ ] বি. আড়াল (‘তেপান্তরে পাহাড়ের আড়ে দেখেছি সূর্যের যাত্রা’: বিষ্ণু)। [সং. অন্তরাল; হি. আড়]। আড়৩ [ āḍ ] বিণ. অপর; বিপরীত (আড়পার)। [সং. তু. হি. আর]। আড়৪ [ āḍ ] বি. ১. প্রস্হ, পার্শ্ব (তক্তাটি লম্বায় ছফুট আর আড়ে এক ফুট); ২. কাপড়জামা রাখবার বা পাখির বসবার দণ্ড। [দেশি]। আড়৫ [ āḍ. ] বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা–ক্রি. বি. ১. সোজা করা; ২. (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া–ক্রি....