আ আড়া আড়া১ [ āḍā ] বি. ১. আকৃতি, ডৌল, ছাঁচ (বেআড়া); ২. প্রকার, ধরন। [সং. আকার]। আড়া২ [ āḍā ] বি. ধান গম ইত্যাদির পরিমাণবিশেষ। [সং. আঢক]। আড়া৩ [ āḍā ] বি. ১. ডাঙা, কিনারা; ২. আড়কাঠ; ৩. কাপড় ইত্যাদি রাখার আড়, সাঙা। [দেশি]।
আ আড়ষ্ট আড়ষ্ট [ āḍşţa ] বিণ. ১. অসাড় (শীতে হাত-পা আড়ষ্ট); ২. জড়, অস্বচ্ছন্দ (এত অপরিচিত লোকের মধ্যে সে একটু আড়ষ্ট হয়ে পড়ল)। (তু. মরা. অডস); [হি. আড়া]। আড়ষ্টতা–বি. অস্বাচ্ছন্দ্য, জড়তা।
আ আড়ম্বর আড়ম্বর [ āḍmbara ] ১. জাঁকজমক, ঘটা, সমারোহ (মহা আড়ম্বরে মেয়ের বিয়ে দিলেন); ২. মেঘের গর্জন; ৩. রণবাদ্য; ৪. গর্ব। [সং. আ+ √ ডম্ব্ + অর]। আড়ম্বরবর্জিত, আড়ম্বরশূন্য, আড়ম্বরহীন–বিণ. জাঁকজমকহীন, সরল।